দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। মৃত্যুকালে ফুজিমোরির বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে কেইকো ফুজিমোরি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আলবার্তো ৯০ এর দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখেন। তবে পরে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে মানবাধিকার লঙ্ঘনের জন্য কারাগারে যেতে হয়েছিল তাকে। ১৫ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর দেশটির প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় গত বছরের ডিসেম্বরে তিনি লিমার বারবাডিলো কারাগার থেকে মুক্তি পান।
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন এবং দুর্নীতির অভিযোগে তিনি ক্ষমতাচ্যুত হন।
রয়টার্স জানিয়েছে, জাপানি অভিবাসী দম্পতির ছেলে আলবার্তো এক সময় একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বল্প পরিচিত চ্যান্সেলর ছিলেন। তিনি দ্রুত নিজেকে একজন বলিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
