পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে রোববার (৬ অক্টোবর) ভারতে যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গত বছরের শেষ দিকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন তিনি। খবর বিবিসির।
বিশ্লেষকরা মনে করছেন, ৫ দিনের লম্বা এ সফরে ভারতের কাছে ‘বেল আউট’ চাইবেন মুইজ্জু। কারণ, বর্তমানে অর্থনৈতিক সংকটে রয়েছে দ্বীপরাষ্ট্রটি। ঋণখেলাপি হওয়ার আশঙ্কা করছে দেশটির প্রশাসন। ফলে সফরটি মালদ্বীপের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
‘বেল আউট’ হচ্ছে ঋণের দায়ে বা মূলধন সংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে কোনো দেশ বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফ থেকে আর্থিক সহায়তা করা।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে চীনপন্থি হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জুর জয়ের পর থেকে ভারত–মালদ্বীপ সম্পর্কে অবনতি দেখা দেয়। ভারতবিরোধী ‘ইন্ডিয়া আউট’ স্লোগান তুলে মূলত জয়ী হয়েছিলেন মুইজ্জু। তবে ধীরে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে দুদেশের মধ্যে। এই সফরের মাধ্যমে আশা করা হচ্ছে, ব্যবধান মিটিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে আরো জোরদার হবে।
৫ দিনের সফরে আজ নয়াদিল্লি পৌঁছানোর কথা রয়েছে মালদ্বীপ প্রেসিডেন্টের। সফর শেষে ১০ অক্টোবর ভারত ছেড়ে যাবেন তিনি।
