ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিলিস্তিনপন্থী মিছিলের নেতৃত্ব দিলেন কিউবার প্রেসিডেন্ট

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ এএম

গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ ও ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে হাভানায় ফিলিস্তিনপন্থীরা মিছিল করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল মিছিলের নেতৃত্ব দেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আল জাজিরা ও এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট দিয়াজ-ক্যানেলের পাশাপাশি কমিউনিস্ট শাসিত দ্বীপটির অন্যান্য নেতারাও মিলিলে অংশগ্রহণ করেন।কিউবায় বসবাসরত প্রায় ২৫০ ফিলিস্তিনি মেডিকেল ছাত্রসহ একটি বড় ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। ব্যানারে লেখা ছিল ‘মুক্ত প্যালেস্টাইন দীর্ঘজীবী হোক’।

মিছিলে অংশ নেওয়া মিশেল মারিনো নামে এক শিক্ষার্থী এএফপিকে বলেছেন, আমরা এখানে ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবি, তাদের সার্বভৌমত্ব, তাদের স্বাধীনতা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েল যে গণহত্যামূলক ক্রুসেড করছে তার বিরুদ্ধে সমর্থন করতে এসেছি। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক।

ইসরায়েলের ওপর হামাসের নৃশংস হামলার বার্ষিকীতে এই মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু হারিকেন মিলটনের কারণে এটি স্থগিত করা হয়েছিল, যা গত সপ্তাহে কিউবা এবং ফ্লোরিডায় আঘাত করেছিল।

MB/FI
আরও পড়ুন