ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উত্তাল পাকিস্তান, শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি অশান্ত করার যেকোনো অপচেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোরভাবে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষে দুই পুলিশ সদস্য ও চার রেঞ্জার্স কর্মী নিহত হয়েছে। এছাড়া শতাধিক পুলিশসহ আহত হয়েছে আরো অনেকে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সরকারি কর্মকর্তারা  হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পাকিস্তানে পিটিআই সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলারও তাগিদ দিয়েছে ওয়াশিংটন। 

সোমবার (২৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা পাকিস্তানি কর্তৃপক্ষকে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাই এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শনের পরামর্শ দেই। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি জানাতে এবং সহিংসতা পরিহারের আহ্বান জানান এ মার্কিন কর্মকর্তা।

পাকিস্তানের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা এবং মুক্তির দাবিতে ইমরান খানের অবস্থান কর্মসূচি  ঘোষণার পর গত দুই দিন ধরে রাজধানী ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। দেশজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে সব বাধা উপেক্ষা করে সোমবার ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। এছাড়া পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানেও সংঘর্ষের  ঘটনা ঘটে। বিক্ষোভ সমাবেশ থেকে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যসহ প্রায় চার হাজার লোককে গ্রেফতার করা হয়েছে।

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি অশান্ত করার যেকোনো অপচেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোরভাবে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান বিক্ষোভকে ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন ইমরান খান। গত বছরের আগস্টে তিনি কারাবন্দি হওয়ার পর থেকে এ ধরনের  কর্মসূচি পালনের ডাক দেয়া হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা মোহাম্মদ আসিফ  বলেছেন,পরিস্থিতি শান্ত করতে সরকার পিটিআই নেতাদের সাথে আলোচনায় বসার চেষ্টা করেছে।

আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান  জানান, ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না। কেননা তার মুক্তির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে না। তিনি আরও  বলেন, তার দলের নেতাদের মাধ্যমে সমাবেশ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নেতাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। সূত্র: ডন ও খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

SR/WA
আরও পড়ুন