মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে রাজধানী কায়রোতে ব্যাপক বিক্ষোভ করেছেন শত শত তরুণ-যুবকরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বিক্ষোভ করেন তারা। ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দা, নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ এবং ক্রমবর্ধমান দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন তারা।
বিক্ষোভকারীরা ‘আশ-শাব ইউরিদ ইসকাত আন-নিজাম’ অর্থাৎ ‘জনগণ এই শাসনের পতন ঘটাবে’ বলে স্লোগান দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের নানা বিতর্কিত নীতির নিন্দা জানিয়েও স্লোগান দেন। এই বিক্ষোভের ছবি ও ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
২০১১ সালে আরব বসন্তের সময়ে জেগে ওঠা মিশরের ছাত্র-জনতার ১৮ দিনের গণআন্দোণরের মুখে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন হয়। এর দুই বছর পর ২০১২ সালে মিশরের ইতিহাসের গণতান্ত্রিকভাবে নির্বাচনে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুরসি।
এক বছরের মাথায় ২০১৩ সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেন দেশটির সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। ২০১৮ সালে আল-সিসি ফের মিশরের হিসাবে নির্বাচিত হন। সূত্র: আরবিসি
হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন ২-এর আঘাতে দিশেহারা নেতানিয়াহু