মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তার স্ত্রী মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে বিবাহবিচ্ছেদের সাড়ে তিন বছরের বেশি সময় পর এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, এই বিচ্ছেদের ঘটনা তার সারা জীবনের ব্যর্থতার তালিকার শীর্ষে থাকবে। তিনি বলেন, ‘আরও অনেক ব্যর্থতা রয়েছে। তবে কোনোটাই এ রকম নয়।’
শনিবার (২৫ জানুয়ারি) লন্ডনের দ্য টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথাগুলো বলেন।
বিল গেটস বলেন, ‘এটা ছিল এমন একটা ভুল যেটার জন্য আমি বড় অনুতপ্ত। বিচ্ছেদের পর অন্তত দুই বছর বিষয়টি আমার ও মেলিন্ডার জন্য অস্বস্তির ছিল বলেও জানান তিনি।’
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বলেন, ‘নানা ঘটনার স্মৃতি ও সন্তান নিয়ে একসঙ্গে জীবন (বিবাহিত জীবন) কাটানো নিশ্চয় দারুণ একটি বিষয়।’
মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন প্রডাক্ট ম্যানেজার হিসেবে ১৯৮৭ সালে এবং ওই বছর তারা নিউইয়র্কে একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন। ১৯৯৪ সালে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন সন্তান রয়েছে। জেনিফার (২৮), রোরি (২৫) ও ফিবি (২২)।
বিল গেটস ও মেলিন্ডা দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ২০২১ সালের মে মাসে। বিচ্ছেদের ঘোষণার দিন তারা বলেন, জীবনের পরের ধাপে দম্পতি হিসেবে তারা একসঙ্গে থাকতে পারবেন না।
ঘোড়ায় চড়ে সৌদি তরুণীর কেনাকাটা, ভিডিও ভাইরাল