খবরসংযোগ ডেস্ক: বিশ্বে কত কিছু নিয়েই না রেকর্ড হয়। এবার হলো একটি ব্যতিক্রমী রেকর্ড। আমাদের আশেপাশে একই নামের অনেককে দেখা যায়। একই নামের ব্যক্তিদের একজনকে ডাকলে অন্যজন ঘুরে তাকায় সেটাও স্বাভাবিক। তাই বলে একই নামের ১৭৮ জন একসঙ্গে হয়ে একটি সম্মেলেন করবেন। আবার বিশ্ব রেকর্ড গড়ে ফেলবেন এমনটা কি আদৌ ভাবা যায়!
ঠিক এমনই একটি আয়োজন হয়েছে জাপানে। দেশটিতে এক সম্মেলেনে ‘হিরোকাজু তানাকা’ নামের ১৭৮ জনের একটি দল জড়ো হয়েছিলেন। তারা গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছেন।
‘হিরোকাজু তানাকা’ নামের একটি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। ২০১৭ সালে এই অ্যাসোসিয়েশনের ৮৭ জন সদস্য টোকিওতে একত্র হয়েছিলেন।
২০০৫ সালে মার্থা স্টুয়ার্ট নামের ১৬৪ জন মানুষ একটি সম্মেলনে জড়ো হয়ে রেকর্ড করেন। একই জায়গায় জড়ো হয়ে সম্মেলেন করায় ‘হিরোকাজু তানাকা’ নামের ১৭৮ জন আগের রেকর্ড ভেঙে দিলেন। সূত্র: ইউপিআই।
