ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গ্রিস ও তুরস্ক উপকূলে নৌকাডুবি, নিহত অন্তত ১৬

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১০:০৫ এএম

তুরস্ক ও গ্রিস উপকূলে শরণার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি জানায়, তুরস্ক এবং গ্রীক দ্বীপ লেসবোসের মধ্যবর্তী সমুদ্রের সংকীর্ণ অংশে শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রায় ৬৬ জনকে বহনকারী এই দুটি নৌকা কয়েক ঘণ্টার ব্যবধানে ডুবে যায়। অবশ্য নৌকাডুবির বিষয়ে উভয় দেশের কর্তৃপক্ষ অন্য দেশের উদ্ধার প্রচেষ্টা সম্পর্কে অবগত ছিল না।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, তাদের একটি টহল নৌকা প্রায় পাঁচ মিটার (৫.৫ গজ) লম্বা একটি ছোট ডিঙ্গিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং মোট ৩১ জন যাত্রীর মধ্যে ২৩ জনকে ১১ জন নাবালক, আটজন পুরুষ এবং চারজন নারী উদ্ধার করেছে।

KK
আরও পড়ুন