ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় শতাধিক নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১০:১৪ এএম

সুদানের দারফুর অঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে দুটি হামলায় ২০ শিশুসহ অন্তত ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।  শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘ।

বিবৃতিতে বলা হয়, আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল-ফাশার এবং এর আশপাশে জামজাম ও আবু শোরুক ক্যাম্পে এই বর্বর হামলা চালায়।

সুদানে নিযুক্ত জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টিন এনকুয়েটা-সালামি বলেন, এটি একটি ভয়াবহ এবং অগ্রহণযোগ্য নতুন মাত্রার সহিংসতা, যা প্রায় দুই বছর ধরে চলমান সংঘর্ষে বাস্তুচ্যুত মানুষ ও ত্রাণকর্মীদের ওপর ধারাবাহিক হামলার অংশ।

তথ্যসূত্র: আল জাজিরা

JA