ঢাকা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

চলে গেলেন নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস ইয়োসা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পিএম

পেরুর নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস  ইয়োসা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) পেরুর রাজধানী লিমায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

সোমবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রোববার পারিবারিক বিবৃতিতে তার ছেলে আলভারো ভার্গাস ইয়োসা বলেন, গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে আমাদের বাবা মারিও ভার্গাস ইয়োসা লিমায় আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন।

ছবি: সংগৃহীত

মারিও বার্গাস ইয়োসার তিন সন্তান জানিয়েছেন, পারিবারিকভাবেই তারা বাবার শেষকৃত্য সারবেন, কোনো নাগরিক অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’-এর মতো বিখ্যাত সাহিত্যকর্মের স্রষ্টা মারিও বার্গাস ইয়োসাকে বিংশ শতাব্দীর লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। ২০১০ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।

RA/JA
আরও পড়ুন