ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সপরিবারে তাজমহলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের ভারত সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভান্স ৷ সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা চিলুকুরি ও তিন সন্তান৷ পরিবার নিয়ে তাজমহল ঘুরে দেখেছেন ভ্যান্স। 

স্থানীয় সময় বুধবার (২৩ এপ্রিল) তিনি ভারতের এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে যান। পরিবারের সঙ্গে তাজমহল ভ্রমণের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দিও করেন ভ্যান্স।

এ সফরে তার সঙ্গী হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিসহ পাঁচ কর্মকর্তা।

প্রেমের আখ্যান স্মৃতিসৌধ তাজমহল দেখে মুগ্ধ হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ভান্স তার অনুভূতির কথা পর্যটকদের মতামত লেখার ডায়েরিতে নথিবদ্ধ করেছেন।

সপ্তদশ শতকে স্ত্রী মমতাজের সমাধিক্ষেত্রের উপর স্মৃতিসৌধ তাজমহল নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। এই একবিংশ শতকেও তাদের প্রেমের আখ্যান বয়ে চলেছে এই স্থাপত্য। মুঘল আমলের এই স্থাপত্য দেখে অবাক হয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ৷

পর্যটকদের মতামত লেখার ডায়েরিতে তিনি লিখেছেন, ‘তাজহল দেখে আমি বিস্মিত৷ সত্যিকারের ভালোবাসা, মানুষের উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ এই তাজমহল ৷ ভারতের মতো মহান দেশের প্রতি শ্রদ্ধার্ঘ্য।’

এই বিষয়ে তিনি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে লেখেন, ‘ভারতের পবিত্র ভূমিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও তাঁর পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানাই । এই জায়গাটি (আগ্রা) অনন্ত ভালোবাসা, বৈচিত্রময় সংস্কৃতি, আধ্যাত্মিক গরিমার জন্য বিখ্যাত।’


 

RK
আরও পড়ুন