ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪০ এএম

আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে আশঙ্কা করছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত, এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ পাকিস্তানের হাতে আছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের প্রথমসারির গণমাধ্যম ডন।

তিনি জানান, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাইছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে নয়াদিল্লির যে অভিযোগ, তা সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও বানোয়াট’।  

গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর ভারতের পক্ষ থেকে জানানো হয়, হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তার লক্ষ্যবস্তু ও পদ্ধতি নির্ধারণে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আতাউল্লাহ তারার বলেন, ভারত নিজেরা বিচারক এবং শাস্তি কার্যকরকারী হিসেবে যা ভূমিকায় অবতীর্ণ হয়েছে, পাকিস্তান তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এ ধরনের আচরণ বেপরোয়া ও হঠকারী।  

তিনি বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় শিকার। এ অভিশাপের যন্ত্রণা আমরা গভীরভাবে বুঝি। তাই আমরা সবসময় সন্ত্রাস ও তার যে কোনো রূপের বিরুদ্ধে সোচ্চার থেকেছি।

পেহেলগামে হামলার প্রকৃত তথ্য নিরূপণে পাকিস্তান একটি স্বাধীন, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান চায় একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিশনের মাধ্যমে স্বচ্ছ তদন্ত হোক। তবে ভারতের পক্ষ থেকে যুক্তির পথ ছেড়ে সংঘাতের দিকে অগ্রসর হওয়াকে তিনি ‘বিপজ্জনক প্রবণতা’ হিসেবে অভিহিত করেন। 

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত গোষ্ঠীগুলোকেই দায়ী করছে। তবে ইসলামাবাদ শুরু থেকেই এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। 

KK
আরও পড়ুন