কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে ভারতীয় প্রতিরক্ষা খাতের একাধিক ওয়েবসাইটে পাকিস্তান-ভিত্তিক হ্যাকারদের সাইবার আক্রমণের অভিযোগ উঠেছে, যা দুই দেশের মধ্যে সাইবার যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। খবর: এনডিটিভি’র।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র থেকে জানা যায়, এই সাইবার হামলার ফলে প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও কর্মীদের লগইন তথ্যসহ গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এটি ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, তারা ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস ও মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস-- এই দুই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংস্থার সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করতে পেরেছে।
এছাড়া, হ্যাকাররা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেড’র ওয়েবসাইটেও হ্যাকিংয়ের চেষ্টা চালিয়েছে। এর ফলে ক্ষয়ক্ষতির সম্ভাব্যতা মূল্যায়ন এবং নিরাপত্তা বিশ্লেষণের জন্য ওয়েবসাইটটি আপাতত অফলাইনে রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, লগইন তথ্য, অভ্যন্তরীণ যোগাযোগ, প্রতিরক্ষা প্রকল্পের পরিকল্পনা এবং অবকাঠামোগত দুর্বলতার মতো তথ্য ফাঁস হয়ে গেলে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। এগুলো শত্রু রাষ্ট্রের হাতে পড়লে প্রতিরক্ষা কৌশল ভেঙে পড়তে পারে এবং দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
