বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী 

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:৩৯ পিএম

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি কমেছে ১ ডলারেরও বেশি। কমতে শুরু করেছে প্রাকৃতিক গ্যাস ও গ্যাসোলিনের দামও।

যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে বলে বৃহস্পতিবার (১৫ মে) জানিয়েছে ট্রেডিং ইকনোমিকস।

গণমাধ্যমটির প্রতিবেদনে এতে বলা হয়, মার্কিন-ইরান পারমাণবিক চুক্তি হওয়ার প্রত্যাশাকে সামনে রেখে বৃহস্পতিবার দিনের শুরুর লেনদেনে বিশ্ববাজারে ১ ডলারের বেশি কমে গেছে অপরিশোধিত তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪ ডলার ৬৬ সেন্টে নেমেছে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৩০ শতাংশ কমে প্রতি ব্যারেল হয়েছে ৬১ ডলার ৭০ সেন্ট।

এদিকে, আগামী দুই সপ্তাহ চাহিদা কম থাকবে এমন পূর্বাভাসে আন্তর্জাতিক বাজারে কমছে প্রাকৃতিক গ্যাসের দাম। আজ এই জ্বালানির দাম প্রতি এমএমবিটিইউ শূন্য দশমিক ৮০ শতাংশ কমে ৩ ডলার ৪৬ সেন্টে নেমেছে। এক সপ্তাহে দাম কমেছে ৩ দশমিক ৭২ শতাংশ।

নিম্নমুখী গ্যাসোলিনের দামও। প্রতি গ্যালনের দাম শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে নেমেছে ২ ডলার ১২ সেন্টে।

JA