ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মোদিকে মমতার চ্যালেঞ্জ

আপডেট : ৩০ মে ২০২৫, ০১:৪৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ সরকার নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মোদীকে সরাসরি লাইভ টেলিভিশন বিতর্কে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। একইসঙ্গে বিজেপিকে রাজ্যে আগাম নির্বাচন ডাকারও আহ্বান জানালেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ মে) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর আলিপুরদুয়ারের জনসভা থেকে শাসকদল তৃণমূলের সমালোচনা করেন তিনি।

মোদি বলেন, এই রাজ্যে পাঁচটি সঙ্কট রয়েছে। দুর্নীতি, নারীদের নিরাপত্তা, শিক্ষা ইত্যাদি নানা প্রসঙ্গে তৃণমূল সরকারের গাফিলতিগুলো তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের পরপরই এক সংবাদ সম্মেলনে কড়া প্রতিক্রিয়া জানান মমতা। বলেন, ‘আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সঙ্গে সরাসরি টিভি বিতর্কে বসুন। সঙ্গে আপনার টেলিপ্রম্পটার নিয়ে আসতে পারেন।’
 
শুধু কথার লড়াই নয়, বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, সাহস থাকলে এখনই পশ্চিমবঙ্গে আগাম নির্বাচন ডাকুক বিজেপি। মানুষই ঠিক করবে কে সত্যি দেশের ও রাজ্যের স্বার্থে কাজ করছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, আজ প্রধানমন্ত্রী যা বলেছেন, তা শুনে আমরা স্তম্ভিত এবং অত্যন্ত দুঃখজনক। এটা দেশের স্বার্থে বিপজ্জনক এক রাজনৈতিক খেলা বরে মনে করেন তিনি। 

RA
আরও পড়ুন