গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের 'অবিচ্ছেদ্য অংশ' হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিকস। একইসঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি শাসনব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (৬ জুলাই) ব্রাজিলে অনুষ্ঠিত উন্নয়নশীল দেশগুলোর এই জোটের সম্মেলনে গৃহীত যৌথ ঘোষণায় এ অবস্থান তুলে ধরা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এবং আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, ব্রিকস নেতারা তাদের ঘোষণায় ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ অর্জনের প্রয়াসেও সমর্থন জানিয়েছেন।
ব্রিকস নেতারা গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও সেখানে মানবিক সহায়তা বন্ধের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহারের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, 'আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে, স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় সদিচ্ছা নিয়ে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।'
ব্রিকস সদস্যরা গাজা এবং অন্যান্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সব জিম্মি এবং আটক ব্যক্তির মুক্তি চেয়েছেন।
বর্তমানে ব্রিকস জোটে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিকস তাদের কূটনৈতিক প্রভাব বিস্তার এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে অবস্থান গঠনের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।
ব্রাজিলে অনুষ্ঠিত এবারের সম্মেলনে গাজা সংকট, বিশ্ব নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন আধিপত্যের প্রশ্নে জোটটি নতুন করে অবস্থান স্পষ্ট করেছে।
