ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে ৯ জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব শহরের কাছে হত্যার এই ঘটনাটি ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর বেলুচিস্তানের ঝোব শহরের কাছে। সেখানে সশস্ত্র হামলাকারীরা বাস থামিয়ে অন্য যাত্রীদের সরিয়ে দেয় এবং বেছে বেছে ৯ জন ব্যক্তিকে শনাক্ত করে হত্যা করে। 
 
ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম বলেন, অপহৃত যাত্রীদের গাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর হামলাকারীরা তাদের ওপর গুলি চালায়।
 
তিনি জানান, নিহতদের মরদেহ বেলুচিস্তানের বরখান জেলার রেখনি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 
 
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এবং এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।
 
শহীদ রিন্দ নামে ওই মুখপাত্র বলেছেন, ‘সন্ত্রাসীরা বাস থেকে যাত্রীদের টেনে নামিয়ে, তাদের শনাক্ত করে এবং তারপর নির্মমভাবে নয়জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করে।’

RK
আরও পড়ুন