পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখোয়ায় ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট আকস্মিক বন্যায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৮৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এছাড়া ত্রাণ অভিযানে পাঠানো একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পিডিএমএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬৩ জন পুরুষ, ১৪ জন নারী ও ১২ জন শিশু। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বুনার জেলায়, যেখানে মারা গেছেন ৯১ জন। বাজাউর জেলায় ত্রাণ সরবরাহের সময় একটি এম-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে দুই পাইলট ও তিনজন ক্রু নিহত হন। বন্যায় ৪৫টি বাড়ি, তিনটি স্কুল এবং আটটি অন্যান্য কাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে সোয়াত জেলায় ধ্বংস হয়েছে ২৬টি বাড়ি।
প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। সরকার ৫০ কোটি রুপি বরাদ্দ করেছে। যার মধ্যে বুনার জেলায় ১৫ কোটি, বাজাউর, বটগ্রাম ও মানসেহরায় ১০ কোটি করে এবং সোয়াতে ৫ কোটি রুপি দেয়া হবে।
পিডিএমএ সতর্ক করেছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রদেশজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
সূত্র: ডন
