ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিডিসি প্রধানকে বরখাস্ত করলো ট্রাম্প প্রশাসন

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য খাতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান সুসান মোনারেজকে বরখাস্ত করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সুসান মোনারেজ ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন।’  

প্রথমে মার্কিন স্বাস্থ্য বিভাগ মোনারেজের পদত্যাগের খবর প্রকাশ করলেও তার আইনজীবীরা স্পষ্ট জানান- তিনি পদত্যাগে রাজি নন। এর পরপরই হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে তাকে বরখাস্ত করে।

মোনারেজের আইনজীবীরা অভিযোগ করেন, সরকারের অবৈজ্ঞানিক ও বেপরোয়া নির্দেশে সায় না দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরখাস্ত করতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মোনারেজের অপসারণের পরপরই সিডিসির অন্তত তিন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে ভ্যাকসিনের বিষয়ে সংস্থার কার্যপদ্ধতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগের মধ্যেই এই কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটল।

এই ঘটনার প্রেক্ষাপটে জানা গেছে, সম্প্রতি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নতুন কোভিড ভ্যাকসিন অনুমোদন করেছে। তবে তা কেবল বয়স্কদের জন্য সীমিত করা হয়েছে। 

অন্যদিকে, মাত্র এক সপ্তাহ আগে সিডিসির কর্মচারীদের ইউনিয়ন প্রায় ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। এর সঙ্গে মিলিয়ে মোনারেজের অপসারণ যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংস্থা ও ট্রাম্প প্রশাসনের মধ্যে বড় ধরনের দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে।

LH/SN
আরও পড়ুন