ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিউচেস অব কেন্ট-এর মৃত্যুতে বাকিংহাম প্যালেসের শোকবার্তা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ এএম

৯২ বছর বয়সী ডিউচেস এর মৃত্যুতে রাজপরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজপরিবারের একজন জ্যেষ্ঠ সদস্য, ডিউচেস অব কেন্ট আর নেই। 

বৃহস্পতিবার সন্ধ্যায় (৪ সেপ্টেম্বর) কেনসিংটন প্যালেসে নিজের বাসভবনে শান্তিপূর্ণভাবে মারা যান। মৃত্যুর সময় তার পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০০২ সালে তিনি জনজীবন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন এবং তার পূর্ণকালীন রাজকীয় দায়িত্ব ও এইচআরএইচ (Her Royal Highness) উপাধি ত্যাগ করেন। ডিউচেস অফ কেন্ট তার স্বামী প্রিন্স এডওয়ার্ড, ডিউক অফ কেন্ট এবং তাদের তিন সন্তানকে রেখে গেছেন।

বাকিংহাম প্যালেস গভীর শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সাথে বাকিংহাম প্যালেস মহামান্য রানি ডিউচেস অফ কেন্টের মৃত্যুর খবর জানাচ্ছে।’ 

এতে আরও বলা হয়, ‘মহামান্য রানি গত রাতে কেনসিংটন প্যালেসে পরিবারের সদস্যদের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

রাজা ও রানি সহ রাজপরিবারের সকল সদস্য ডিউক অফ কেন্ট এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা ডিউচেসের সারা জীবনের অবদান, বিশেষ করে সঙ্গীত ও তরুণদের প্রতি তার ভালোবাসার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।

ডিউচেসের প্রতি সম্মান জানিয়ে যুক্তরাজ্যের সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। যদিও তার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি, রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজকীয় কার্যক্রমগুলো এই শোকের সময়েও চলবে, তবে সেগুলোর ‘ধরন ও সুর’ পরিবর্তন করা হতে পারে।

ডিউচেসের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা তার মার্জিত ব্যবহার এবং রাজপরিবারের প্রতি তার গভীর ভালোবাসার কথা স্মরণ করছেন।

ডিউচেসের শেষকৃত্যের বিস্তারিত তথ্য আগামী কয়েক দিনের মধ্যে জানানো হবে। 

ধারণা করা হচ্ছে, রাজপরিবারের জ্যেষ্ঠ এবং অ-কর্মজীবী সদস্যসহ অনেকেই এতে উপস্থিত থাকবেন। 

প্রিন্স হ্যারি আগামী ৮ সেপ্টেম্বর ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ডের জন্য যুক্তরাজ্যে আসছেন। ধারণা করা হচ্ছে, তিনি শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য তার সফর দীর্ঘায়িত করতে পারেন।

HN
আরও পড়ুন