ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এন্টারোমিক্স: কিউবার ভ্যাকসিন ও অন্যান্য ক্যানসার ভ্যাকসিনের সঙ্গে তুলনা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম

রাশিয়ার 'এন্টারোমিক্স' ভ্যাকসিনটিই একমাত্র ক্যানসার ভ্যাকসিন নয়। এর আগে কিউবার বিজ্ঞানীদের তৈরি 'কিউবানা (CIMAvax-EGF)' নামের একটি ভ্যাকসিনও বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। 

কিউবানা ফুসফুসের ক্যানসার রোগীদের জন্য তৈরি করা হয়েছিল, যা ক্যানসার কোষের বৃদ্ধি ঘটানোয় দায়ী প্রোটিনকে নিষ্ক্রিয় করে।

অন্যদিকে, এন্টারোমিক্স ভিন্ন এক কৌশল ব্যবহার করে। এটি সরাসরি ক্যানসার কোষকে আক্রমণ করার জন্য শরীরকে প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয়। 

ট্রায়ালে দেখা গেছে, এটি টিউমারের আকার ৬০-৮০ শতাংশ পর্যন্ত ছোট করতে পারে। এর কার্যকারিতা ও নিরাপত্তার দিক থেকে এটি ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভ্যাকসিনটি অন্যান্য ভ্যাকসিনের তুলনায় বেশি কার্যকর হতে পারে।

HN
আরও পড়ুন