ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলা

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইহুদি উপাসনালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ক্রাম্পসলের সিনাগগে এ হামলার ঘটনা ঘটে।

ম্যানচেস্টারের মেয়র বার্নহাম সংবাদমাধ্যম বিবিসিকে এই হামলাকে ‘গুরুতর ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। তবে হামলাকারীকে ইতোমধ্যে নিবৃত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা এবং ম্যানচেস্টারের পুলিশ সদস্যরা হামলাকারীকে থামিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

পরবর্তীতে ম্যানচেস্টার পুলিশ জানায়, হামলাকারীকে গুলি করা হয়েছে। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটি স্পষ্ট করেনি পুলিশ।

ম্যানচেস্টারের এ সিনাগগে এ হামলার ঘটনা ঘটেছে ইহুদি ধর্মের বর্ষপঞ্জিকার সবচেয়ে পবিত্র ইয়ুম কিপ্পুরের দিনে। এদিন ইহুদিরা উপবাস থাকে। এছাড়া নিজেদের উপসানলয় সিনাগগে জড়ো হয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন।

ছুরি হামলার ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কেউ নিহত হয়েছেন কি না সেটি এখনো জানা যায়নি।

তবে হামলাকারী সম্ভবত নিহত হয়েছেন বলে পরবর্তীতে জানান ম্যানচেস্টারের মেয়র। তিনি বলেছেন, ধারণা করা হচ্ছে হামলাকারী নিহত। যদিও এটি এখনো নিশ্চিত নয়। সূত্র: বিবিসি

LH/FJ
আরও পড়ুন