দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেটের ব্লুমফন্টেইন ও বোটশাবেলোর মধ্যে এন-৮ সড়কে ইন্টারস্টেট বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনসহ মোট আহত হয়েছেন ৩১ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরে ম্যান্ডেলা ভিউ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এন-৮ এ একটি বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৭ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ ১০ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত ৬ জনসহ মোট ৩১ জন আহত হয়েছেন।
ফ্রি স্টেট রোড ইনসিডেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান সিফো তোয়া জানিয়েছেন, ছয়জন গুরুতরসহ সকল আহতদের পেলোনোমি ট্রমা ইউনিটে নেওয়া হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর বাহিনী