ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মসজিদে মিললো ১২০০ বছরের পুরনো প্রত্নতত্ত্বের সন্ধান

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম

সৌদি আরবে উসমান বিন আফফান মসজিদে ১২০০ বছরের পুরনো প্রত্নতত্ত্বের সন্ধান পাওয়া গেছে। আবিষ্কারটি ঐতিহাসিক জেদ্দায় প্রত্নতত্ত্ব প্রকল্পের প্রাথমিক ধাপের অংশ, যার লক্ষ্য এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য উন্মোচন করা।

জেদ্দা হিস্টোরিক ডিস্ট্রিক্ট প্রোগ্রাম (জেএইচডিপি) দ্বারা পরিচালিত অধ্যয়নগুলো মসজিদের বিস্তৃত ইতিহাসে অন্তর্দৃষ্টি দেয়। ঐতিহ্যগত স্থাপত্য শৈলীর মধ্যে রয়েছে- একটি খোলা উঠান এবং একটি আচ্ছাদিত প্রার্থনা হল যা জেদ্দার ঐতিহাসিক নির্মাণের বৈশিষ্ট্য।

উল্লেখযোগ্যভাবে, মসজিদটি বহু শতাব্দী ধরে পুনরুদ্ধার করা হয়েছে, সবচেয়ে সাম্প্রতিক কাঠামোটি ১৪ শতক হিজরির। এক সহস্রাব্দেরও বেশি সময় ধরে এর  মূল মিহরাব এবং স্থানিক নকশা অবিকৃত রয়েছে। প্রত্নতাত্ত্বিক খনন করে  শত শত প্রত্নবস্তু উদ্ধার হয়েছে, যা মসজিদের স্থায়ী উত্তরাধিকার এবং বিভিন্ন নির্মাণ পর্যায়কে প্রকাশ করে।

উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে- মসজিদের মেঝেতে ব্যবহৃত মাটির টাইলস, প্লাস্টার। সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারগুলো মধ্যে একটি হলো মসজিদের নিচে পাওয়া প্রাচীন পানির  ট্যাঙ্কগুলো, যা প্রায় ৮০০ বছরের পুরনো। জেদ্দার বাসিন্দাদের পানির  অভাব মোকাবেলায় এগুলি তৈরি করা হয়েছিল বলে জানাচ্ছেন প্রত্নতাত্ত্বিকরা । 

এছাড়াও সাইটটি থেকে অনেক প্রত্নতাত্ত্বিক সামগ্রী মিলেছে। যেমন- চীনামাটির বাসন এবং সেলাডন জাহাজের টুকরো, যা কয়েক শতাব্দী আগে এই অঞ্চলের ঐতিহাসিক বাণিজ্য রুট এবং সাংস্কৃতিক বিনিময় সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।  সূত্র : গালফ নিউজ

SN/FI
আরও পড়ুন