ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোথায় হচ্ছে রাইসির দাফন?

আপডেট : ২১ মে ২০২৪, ১২:৩৬ পিএম

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা মঙ্গলবার (২১ মে) তাবরিজে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাসনিম। 

এদিকে বৃটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, জানাজার পর রাইসির মরদেহ তেহরানে নেওয়া হবে। এরপর বুধবার তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির অংশগ্রহণে আরেকটি জানাজার পরে রাইসিকে জন্মশহর শাশহাদে দাফন করা হতে পারে।

ইরানের ইসলামিক প্রোপাগেশন অর্গানাইজেশনের তাবরিজ দপ্তরের পরিচালক হোজ্জাতোলেসলাম মাহমুদ হোসেইনি এসব তথ্য জানিয়েছেন। গতকাল তিনি বলেন, তাবরিজের কবরস্থানে প্রেসিডেন্ট রাইসিসহ বাকিদের মরদেহ রাখা হবে। মঙ্গলবার সেখানে জানাজা হবে। এরপর তাবরিজের মানুষ প্রয়াত প্রেসিডেন্টকে শেষবিদায় জানাবেন। তার মরদেহ তেহরানের উদ্দেশে স্থানীয় বিমানবন্দরে নেওয়া হবে।

এই কর্মকর্তা আরও জানান, বুধবার তেহরানে রাইসির জানাজা হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি তাতে অংশ নেবেন। এর একদিন পর জন্মশহর শাশহাদে রাইসিকে দাফন করা হতে পারে।

HK/AST
আরও পড়ুন