ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাফা সীমান্তে আটকে আছে ২ হাজার ত্রাণবাহী ট্রাক

আপডেট : ২৫ মে ২০২৪, ০৮:২৩ পিএম

মিশর-গাজা সীমান্তে অবস্থিত রাফাহ শহরটি স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে গাজায় মানবিক সহায়তা পদ্ধতিগতভাবে পঙ্গু হয়েছে। কারণ রাফা সীমান্তে ত্রাণবাহী দুই হাজার ট্রাক আটকে আছে।

নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিল জানায়, রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মিশরীয় দিকে দুই হাজার ত্রাণবাহী ট্রাক আটকা পড়েছে। এটি ৬ মে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে বন্ধ হয়ে গেছে।

গাজার এনআরসির (নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল) অপারেশন প্রধান সুজে ভ্যান মিগেন বলেছেন, এই অবরোধের ফলে ফিলিস্তিনিরা ওষুধ, তাঁবু, পানির ট্যাংক, স্যানিটারি পণ্য এবং অন্যান্য মৌলিক জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে।

তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ফিলিস্তিনিদের দুর্ভোগ কমাতে নতুন ক্রসিং, পাকা রাস্তা এবং পানির পাইপ তৈরি করেছে। এছাড়া যুদ্ধের আগে রাফাহ থেকে এক মিলিয়ন বাস্তুচ্যুত মানুষ সরিয়ে নিয়েছে বলে দাবি করেছে তারা।

সুজে ভ্যান মিগেন বলেছেন, রাফাহ শহরটি এখন তিনটি সম্পূর্ণ ভিন্ন জগতের সমন্বয়ে গঠিত, পূর্বে একটি প্রত্নতাত্ত্বিক যুদ্ধের অঞ্চল, মাঝখানে  ভূতের শহর এবং পশ্চিমে আরেকটি জনবহুল জনগোষ্ঠী যা শোচনীয় পরিস্থিতিতে বসবাস করছে।

তিনি দাবি করেন, ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে কিছু ফিলিস্তিনি ৯ বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে। সেখানকার মানুষের কাছে তাদের পরিবারের সদস্যদের হত্যা এবং তাদের বাড়িঘর ধ্বংসকারী বাহিনীর মনোনীত তথাকথিত 'মানবিক নিরাপদ অঞ্চলে' থাকা ছাড়া আর কোনো উপায় নেই।

MN/WA
আরও পড়ুন