নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

ফুরিয়ে আসছে ইসরায়েলের যুদ্ধের রসদ

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১০:২২ এএম

গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রচণ্ড বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধের রসদ কমে যাওয়ায় গাজায় যুদ্ধবিরতি চাইছেন ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

এটা গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি জেনারেলদের চিন্তায় বড় পরিবর্তনের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। খবর আরটির।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, ইসরায়েলি বাহিনীর আর্টিলারি শেল বা গোলার সরবরাহও কমে আসছে। এমন অবস্থায় ইসরায়েলের জেনারেল স্টাফ ফোরামের ৩০ জন সিনিয়র জেনারেল চান, যেকোনো মূল্যে গাজায় যুদ্ধবিরতি। এমনকি তাতে যদি উপত্যকার শাসন ক্ষমতা হামাসের হাতেই থাকে।

এ ছাড়া জেনারেলরা সম্ভাব্য যুদ্ধবিরতিকে বাকি জিম্মিদের মুক্ত করার সর্বোত্তম উপায় হিসাবে দেখছেন। জেনারেলদের এই অবস্থান নিশ্চিতভাবেই নেতানিয়াহুর অবস্থানের সাথে সাংঘর্ষিক। কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রীরা জিদ বলছেন, হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে।
 
বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, কোনোভাবেই যুদ্ধবিরতি হবে না। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নবম মাসে প্রবেশ করতে চলেছে। এই যুদ্ধে ইসরায়েল বাহিনী (আইডিএফ) এখন পর্যন্ত কমপক্ষে ৬৭৪ জন সেনা হারিয়েছে। এখনও প্রায় ১২০ ইসরায়েলি হামাসের হাতে জিম্মি রয়েছে। 
 
জয় দূরে থাক, গাজার যেসব ছিটমহলকে ইসরায়েলি বাহিনী ‘শত্রুমুক্ত’ বলে দাবি করেছিল, সেসব এলাকায় হামাস যোদ্ধারা নতুন করে ফিরে এসেছে। যুদ্ধের পর ইসরায়েল গাজা দখল করবে নাকি ফিলিস্তিনি সরকারের কাছে অঞ্চলটি ফিরিয়ে দেবে সে ব্যাপারে এখনও প্রকাশ্যে কোনো কথাই বলেননি নেতানিয়াহু।
 
এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তি নতুন করা লেখা হচ্ছে। দুপক্ষের কেউ যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় চুক্তিতে নতুন করে কিছু পরিবর্তন আসছে। গত শনিবার (২৯ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।
 
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রস্তাবিত জিম্মি এবং যুদ্ধবিরতি চুক্তি নতুন করে প্রস্তাব করছে। ইসরায়েলে জিম্মিদের পরিবারের ব্যাপক বিক্ষোভের মধ্যে এ তথ্য সামনে আসে।
 
গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বলেছে, চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হচ্ছে। এ অনুচ্ছেদে প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।
 
চুক্তির ১২তম অনুচ্ছেদও সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২। এ অনুচ্ছেদে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে স্থানান্তরের কথা বলা হয়েছে। সূত্র জানায়, হামাস ও ইসরায়েলের মধ্যকার চুক্তিটি সফল করার জন্য যুক্তরাষ্ট্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফিলিস্তিনি গোষ্ঠীটি এ পরিবর্তন অনুমোদন করলে চুক্তিটি কার্যকর হতে পারে।

HK/FI
আরও পড়ুন