ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে পালিয়েছে

এপি খবরে বলা হয়, হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের একটি প্রধান চত্বরে জড়ো হয়ে ‘স্বাধীনতা‘ ‘স্বাধীনতা‘ স্লোগান দিচ্ছেন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহীরা। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এ খবর প্রকাশ হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে অন্যত্র চলে গেছেন। আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

রোববার (৮ ডিসেম্বর) প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি ও রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে আসাদের চলে যাওয়া খবর অস্বীকার করে প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, তিনি দামেস্কেই অবস্থান করছেন।

এপি খবরে বলা হয়, হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের একটি প্রধান চত্বরে জড়ো হয়ে ‘স্বাধীনতা‘ ‘স্বাধীনতা‘ স্লোগান দিচ্ছেন। বিরোধীরা দামেস্ককে 'অত্যাচারী আল-আসাদের মুক্ত' ঘোষণা করেছে।

এর আগে তারা হোমস শহর দখল করে। সশস্ত্র বিরোধীরা বলেছে, ‘নতুন সিরিয়া’ হবে ‘শান্তিপূর্ণ সহাবস্থানের’ স্থান, যেখানে ন্যায়বিচারের জয় হবে এবং সমস্ত সিরিয়ানদের মর্যাদা সংরক্ষিত হবে।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানটিতে সম্ভবত আসাদ রয়েছেন। বিমানটি ছাড়ার সময় সেখানে সরকারী সেনা উপস্থিত ছিল।

এদিকে দামেস্কের বড় একটি কারাগার থেকে বহু বন্দিকে মুক্তি দিয়েছে বিদ্রোহীরা। এরপর জনতার সঙ্গে দামেস্ক জয়ের উদযাপন শুরু করে তারা।

বিদ্রোহীরা বলেছে, সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দিদের মুক্ত করার ঘোষণার খবর উদযাপন করছি।

MB/AHA
আরও পড়ুন