ফিলিস্তিনি জাতির কণ্ঠস্বর হিসেবে পরিচিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক, শ্রোতা ও পাঠকদের কাছে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে। এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। খবর বিবিসি’র।
অনুসন্ধানে জানা যায়, এক বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর হামলা চললেও ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর খবর ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে না।
২০২৩ সালের অক্টোবর থেকে মেটা (ফেসবুক) ফিলিস্তিনি ব্যবহারকারীদের পোস্টে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই নিয়ন্ত্রণের ফলে গাজার সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেজে দর্শকসংখ্যা ৭৭ শতাংশ কমে গেছে। উদাহরণস্বরূপ, প্যালেস্টাইন টিভির ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৫৮ লাখ হলেও তাদের পোস্টের দর্শক সংখ্যা ৬০ শতাংশ কমেছে।
মেটা দাবি করেছে, তারা ইচ্ছাকৃতভাবে কোনো কণ্ঠ দমন করেনি, তবে ফিলিস্তিনি অঞ্চলের বিদ্বেষমূলক কন্টেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যমগুলো মনে করছে, মেটার এই পদক্ষেপে তাদের কণ্ঠস্বর চাপা পড়ছে। একই সময়ে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর পেজে দর্শকসংখ্যা বেড়েছে, যা বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো আশঙ্কা করছে, মেটার এই নীতি তাদের সংবাদ ও তথ্য প্রচারের পথ রুদ্ধ করছে, যা তাদের স্বাধীন সাংবাদিকতার ওপর এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করছে।
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত প্রায় ৪৫ হাজার
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৬৬ ফিলিস্তিনি নিহত