ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত প্রায় অর্ধশত

হামলায় স্বাস্থ্যসেবার মতো জরুরি কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই রাতে গাজার একটি বাড়িতে হামলায় ৯ জন নিহত হন।

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা গাজায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসরায়েলি যুদ্ধবিমান গাজার উত্তরের কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি ভবনে হামলা চালায়, যেখানে প্রায় ৫০ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন স্বাস্থ্যকর্মীও ছিলেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থা জানায়, এই হামলাগুলি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। গাজার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের আক্রমণ বিশ্বজুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

গাজার উত্তরে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হামলায় স্বাস্থ্যসেবার মতো জরুরি কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই রাতে গাজার একটি বাড়িতে হামলায় ৯ জন নিহত হন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। চলমান এই হামলায় এ পযর্ন্ত ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

AHA/KK
আরও পড়ুন