ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় থামছেই না ইসরায়েলের বর্বরতা, নিহত আরও ৩০

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫১৪ জনে পৌঁছেছে। 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে এক বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ৫০০ ছাড়াল।

এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থাটি প্রতিবেদনে প্রকাশ করেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৯৯ জন আহত হয়েছেন।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫১৪ জনে পৌঁছেছে। নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৮ হাজার ১৮৯ জন ব্যক্তিও আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

AHA/KK
আরও পড়ুন