ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাথায় ক্রেন ভেঙে পড়ে দখলদার ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও আটজন।
নিহত এক সেনার নাম নাদাভ কোহেন (২১)। অপরজন নাখমান রাফায়েল বেন আমি (২০)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরাইলের প্রচারমাধ্যম কান এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ো বাতাসের কারণে একটি তাবুঁর ওপর একটি ক্রেনধসে পড়ে। সে সময় ওই তাঁবুর মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য অবস্থান করছিলেন। এরপর এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এই ঘটনাটি তদন্ত করছে, যা ‘গুরুতর এবং আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অভাবকে প্রতিফলিত করে’।
