দুবাই পুলিশের আপত্তিতে হলো না শতকণ্ঠে একুশের গান। ‘সুরবন্ধন’ নামে সংগঠনের প্রধান মহীতোষ তালুকদার তাপস নিজেই ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অনুমতি না মেলায় ভাষা শহীদ দিবসে দুবাইয়ের বাঙালিদের নিয়ে ঘরোয়াভাবে দেশাত্মকবোধক গান পরিবেশন করেছেন তারা।
শুধু দুবাই নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রকাশ্যে সভা-সমাবেশ ও কনসার্টের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা রয়েছে।
তিন দশক ধরে মার্কিন প্রবাসী তাপস কয়েক বছর আগে ফেসবুকে ইভেন্ট তৈরি করে কলকাতায় শতকণ্ঠে বাংলা গান করে প্রথম মিডিয়ার নজর কাড়েন। সেই থেকে ‘সুরবন্ধন’র যাত্রা শুরু।

সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, কর্মজীবী বা গৃহিনী, পেশাদার-অপেশাদার সংগীত শিল্পী, সবাইকে নিয়েই গানের মেলবন্ধন করেন তাপস। তিনি বলেন, ‘বাংলা ভাষার প্রসার, বাংলা গানের সুর বন্ধনই আমাদের লক্ষ্য।’
তাপস সম্প্রতি অসংখ্য গানের অনুষ্ঠান করে মাতিয়ে গেলেন কলকতাসহ পশ্চিমবঙ্গ। দ্য হিন্দুস্তান টাইমস বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তাপস বলেন, ‘গানটা আমার রক্তের মধ্যে, বুকের মধ্যে। ভাবনাটা সবসময়ই ছিল। আর সেটার জন্য দেশ-বিদেশ বলে আলাদা করে কিছু হয় না। সবটাই বাংলা ভাষার জন্য।’
পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘অভূতপূর্ব। দুর্দান্ত। এটা ভাবা যায় না। মানুষ এই কদিনে আমাদের এত ভালোবাসা দিয়েছেন যে কী বলব। আমরা যারা বাইরে থেকে এসেছি সকলে নিজের নিজের খরচ বহন করে এসেছি। কোনও তহবিল নেই আমাদের। তবু, তারপরেও এখানে যে ভালোবাসা পাচ্ছি, সেটা অকল্পনীয়।’
