ইসরায়েলে হামাসের রকেট হামলা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম

ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার রাতে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

রোবাবর (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল। 

এতে বলা হয়, রাত ৯টার কিছু পর মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে রকেটগুলো আশকেলন ও আশদোদ উপকূলীয় শহরের দিকে ছোড়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রকেট আশকেলনে একটি বহুতল আবাসিক ভবনের কাছে আঘাত হানে। রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস। ইসরায়েল সঙ্গে সঙ্গেই জানিয়ে দেয়, এই হামলায় চড়া মূল্য দিতে হবে হামাসকে। 

যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ এই হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে অভিযান আরও কঠোর করার নির্দেশ দেয়া হয়েছে।

AA/AHA