ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠবো: ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠবো’। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া বার্তায় তিনি সরকারের প্রতিটি অংশকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন। 

তিনি বলেন, সব মন্ত্রণালয় ও সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুরপ্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার।

পেজেশকিয়ান বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় এবং সহানুভূতি ও সংহতির সাহায্যে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠবো।’

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দিয়ে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে তবে ইরানের হাতে আর কোনো পথ থাকবে না। সেক্ষেত্রে আমরা আমাদের অস্ত্র ব্যবহার করবো, আগ্রাসীদের শিক্ষা দেবো ও নিজেদের রক্ষা করবো।

তিনি আরও বলেন, আমাদের যুক্তরাষ্ট্রের প্রতি পরামর্শ হলো- যদি ইসরায়েলের আগ্রাসন থামাতে না পারে, অন্তত পাশে দাঁড়িয়ে থাকুক।

ইরানের সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীদের হাতে সব ধরনের বিকল্প প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। সূত্র: বিবিসি

FJ
আরও পড়ুন