ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সরকারের কর্মকর্তাদের মুখ খুলতে নিষেধাজ্ঞা জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৩ জুন) সরকারের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। মঙ্গলবার (২৪ জুন) সকালে দখলদারদের হোম ফ্রন্ট কমান্ডের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, মাঠপর্যায়ে এখনো কোনো পরিবর্তন আসেনি। পরিস্থিতি যেমন ছিল, তেমনি আছে। সাধারণ মানুষকে আগের নির্দেশনা অনুযায়ী চলতে বলা হয়েছে।
যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে নানা তথ্য উঠে আসছে, এখনো ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। তবে সেই ঘোষণার পর ইসরায়েলি কোনো কর্মকর্তা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
সরকারি সূত্র বলছে, সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতির বিষয়ে এখনো তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট নয়।
আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না ইরান: খামেনি
ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা করবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী