ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিজয় উদযাপন করলেন ইরানিরা

আপডেট : ২৫ জুন ২০২৫, ০১:৫৪ পিএম

টানা হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতি পালন করছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান-ইসরায়েল। ১২ দিনের এ যুদ্ধের পর মঙ্গলবার (২৪ জুন) ইরানে ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় উদযাপন’ করলেন দেশটির সাধারণ মানুষ। বুধবার (২৫ জুন)  ইরানের  বার্তা সংস্থা তাসনিম-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এ উপলক্ষে তেহরানে মঙ্গলবার একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়, যারা প্রচণ্ড সাহসের সঙ্গে জায়োনিস্ট বাহিনীর আগ্রাসনের মোকাবিলা করে আসছে।

নারী, পুরুষ ও শিশুসহ হাজার হাজার ইরানি এদিন রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের ইনকিলাব স্কয়ারে জড়ো হন। তারা ইসরায়েলে হামলার বিরুদ্ধে প্রতিরোধকারী ইরানি সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন জানান। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে উপস্থিত ইরানিরা ইসরাইলি শাসনব্যবস্থার অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে এই রক্তপাতের সহ-অপরাধী হিসেবে অভিযুক্ত করেন।

এ সময় তারা  ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’, ‘শিশুহত্যাকারী ইসরাইল নিপাত যাক’ এবং ‘সমঝোতা নয়, আত্মসমর্পণ নয়, আমেরিকার বিরুদ্ধে সংগ্রাম চলবে’ প্রভৃতি স্লোগান দেন। 

RF/SN
আরও পড়ুন