ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শহীদ কমান্ডারদের জানাজার সময় জানালো ইরান

আপডেট : ২৫ জুন ২০২৫, ০২:৩৮ পিএম

ইসরাইলি আগ্রাসনে শহীদ হওয়া ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের সম্মানে একটি ‘জাতীয় জানাজা’ শনিবার (২৮ জুন) তেহরানে অনুষ্ঠিত হবে। এতে সাধারণ জনগণ, সরকারি কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, শুক্রবার (১৩) জুন ইসরায়েল বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। যার ফলে ৬০০-এরও বেশি ইরানি নাগরিক শহীদ হন। যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক।

ইসরায়েলের হামলায় শহীদদের মধ্যে ছিলেন, ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রাশিদ, আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ এবং  বেশ কয়েকজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী।

 

RF/SN
আরও পড়ুন