ইসরায়েল তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকার মাটিতে বিস্ফোরণ ঘটিয়ে ইরানকে ফাঁসানোর ‘চক্রান্ত’ করেছিল বলে দাবি করেছে তেহরান টাইমস।
ইরানভিত্তিক সংবাদমাধ্যমটি বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে জানায়, তেহরান টাইমসের কাছে থাকা তথ্য অনুযায়ী আমেরিকার মাটিতে বিস্ফোরণ ঘটানোর পর ইরানের ওপর দায় চাপানোর চক্রান্তে ছিল ইসরায়েল। এর দৃশ্যত লক্ষ্য ছিল আমেরিকা ও ইরানের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধের উসকানি দেওয়া।
তেহরান টাইমস জানায়, ইসরায়েলের পরিকল্পনার মধ্যে ছিল আমেরিকার ভেতরে ধ্বংসাত্মক কোনো ঘটনার মঞ্চায়ন এবং তথ্যপ্রমাণ নকল করে ইরানের দিকে ইঙ্গিত করা এবং এর উদ্দেশ্য ছিল আমেরিকান জনগণের মনোভাব পরিবর্তন করে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থায় প্ররোচনা দেওয়া।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্ধুপ্রতিম একটি দেশের কাছ থেকে তথ্য পেয়ে ইরান চক্রান্তটি উদঘাটন করে। সম্ভাব্য হামলার কথা জেনে আমেরিকান কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় ইরান। যার মাধ্যমে বিস্ফোরণের পরিকল্পনা বাস্তবায়ন ঠেকিয়ে দেয় মধ্যপ্রাচ্যের দেশটি।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত আশঙ্কাকে সত্যি করে ইরানে গত ১৩ জুন হামলা করে ইসরায়েল। ওই হামলার ১২ দিন পর যুদ্ধ বন্ধে তেহরান ও তেল আবিব সম্মত হয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পরের দিন আমেরিকায় ইসরায়েলি হামলার পরিকল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তেহরান টাইমস।
ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী কাৎজ