গাজায় চলমান সংঘর্ষ থামাতে একটি যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক সাড়া’ দিয়েছে ফিলিস্তিনের স্বাধানতাকামী গোষ্ঠী হামাস।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৪ জুলাই) হামাস জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে তারা ‘ইতিবাচক জবাব’ দিয়েছে। এবং চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় অংশ নিতে প্রস্তুত, যেখানে জিম্মিদের মুক্তি এবং সংঘাতের অবসানের জন্য আলোচনার কথা বলা হয়েছে।
এক হামাস কর্মকর্তা বলেন, আমরা কাতার ও মিশরকে যুদ্ধবিরতির প্রস্তাবে আমাদের জবাব দিয়ে দিয়েছি। হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক। আমি মনে করি বিষয়টি চুক্তি অর্জনে সাহায্য করবে।
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ‘গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার জন্য মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব সম্পর্কে হামাস নিজেদের মধ্যে পরামর্শ এবং ফিলিস্তিনি অন্যান্য দলের সাথে আলোচনা সম্পন্ন করেছে।’
নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে হামাস আরও জানায়, ভ্রাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদেরকে যুদ্ধবিরতি সম্পর্কে হামাস তাদের ইতিবাচক জবাব দিয়েছে। এই কাঠামোর আলোকে যুদ্ধবিরতি কার্যকরের জন্য তাৎক্ষণিকভাবে আলোচনার জন্য হামাস সম্পূর্ণ প্রস্তুত।
গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে ৬০ দিনের একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন। একইসঙ্গে তিনি বলেন, ইসরাইল এরইমধ্যে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে। এই সময়ে যুদ্ধের স্থায়ী সমাধানের প্রচেষ্টা চলবে।
জাতিসংঘের মানবাধিকার দফতর জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত ত্রাণকেন্দ্র ও কনভয়ের আশপাশে নিহতের সংখ্যা অন্তত ৬১৩। তাদের বেশিরভাগই শিশু ও তরুণ।