ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৩ এএম

গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে অন্তত আরও ৭২ জন নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে আহত হয়েছেন কমপক্ষে ৩১৪ জন। স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) দিনভর এ হামলা চালায় দখলদার ইসরায়েল। 

শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালে যেসব নিহত ও আহতদের আনা সম্ভব হয়েছে- কেবল তাদেরকেই হিসেবের মধ্যে ধরা হয়েছে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের জন্য তাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩০ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন ফিলিস্তিনি।

এদিকে, গাজায় সামরিক অভিযান চালানোর পাশাপাশি খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশ সীমিত করেছে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় অভিযানের শুরু থেকে এ পর্যন্ত খাবার না পেয়ে এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ২০১ জনের। এদের মধ্যে ৯৮ জনই শিশু। সূত্র : আনাদোলু এজেন্সি

SN
আরও পড়ুন