অবরুদ্ধ গাজা নগরী থেকে লাখ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনাকে ‘গণহত্যা ও বাস্তুচ্যুতির নতুন ঢেউ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার (১৭ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয় স্থাপনের ইসরায়েলি উদ্যোগ প্রকাশ্য প্রতারণা। মানবিক উদ্দেশ্যের ছদ্মবেশে এ পরিকল্পনা আসলে নির্মম অপরাধকে আড়াল করার কৌশল বলেও অভিযোগ করেছে গোষ্ঠীটি।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে বাসিন্দাদের দক্ষিণে সরিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এর অংশ হিসেবে রোববার থেকে দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয় সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী।
চলতি মাসের শুরুতে ইসরায়েল ঘোষণা দেয়, গাজার উত্তরাঞ্চল দখলে নতুন সামরিক অভিযান চালাবে তারা। এ ঘোষণায় প্রায় ২২ লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ে। সূত্র: রয়টার্স
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে: হামাস
দ্রুত গাজা দখলের নির্দেশ নেতানিয়াহুর