পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ৬২২ জন। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি। রোববার (৩১ আগস্ট) গভীর রাতে কুনার প্রদেশের নোরগাল জেলায় এই ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পনের গভীরতা ছিল মাত্র ৫ মাইল, যা এটিকে আরও ধ্বংসাত্মক করে তোলে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ক্ষতিগ্রস্ত এলাকায় তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও বহু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করছে তালেবান সরকারের উদ্ধারকর্মীরা। রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা যায়, সেনা ও চিকিৎসাকর্মীরা আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে তুলে দিচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য স্থানান্তর করছেন।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা সামর্থ্যের সীমা ছাড়িয়ে গেছে। এতে সহায়তা দিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় কুনারে ৩০ জন চিকিৎসক ও ৮০০ কেজি ওষুধ পাঠিয়েছে।
তালেবান সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলের প্রতি সহায়তার আহ্বান জানানো হয়েছে। এদিকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছে এবং জরুরি সহায়তার প্রস্তুতি নিচ্ছে।
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০