ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না: নেতানিয়াহু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

পশ্চিমা বিশ্বের তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ৭ অক্টোবরের বর্বর হামলার পরও যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তারা আসলে সন্ত্রাসকে পুরস্কৃত করছেন। তিনি সাফ জানিয়ে দেন, জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।

তিন দেশের স্বীকৃতির ঘোষণার পর নেতানিয়াহু একযোগে বার্তা দেন সংশ্লিষ্ট নেতাদের উদ্দেশে। নেতানিয়াহু বলেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্রের ধারণারই বিরোধী এবং ভবিষ্যতেও সেটি প্রতিহত করতে অঙ্গীকারাবদ্ধ।

এদিকে পশ্চিম তীরের পরিস্থিতি আরও জটিল করে তুলতে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইসরায়েল জুদেয়া ও সামারিয়ায় (অধিকৃত পশ্চিম তীর) ইহুদি বসতির সংখ্যা দ্বিগুণ করবে।

তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আমি সবসময় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করে এসেছি। আমরা আমাদের অবস্থানেই অনড় থাকব।

এরই মধ্যে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে ১৬টি ফিলিস্তিনি দোকান গুঁড়িয়ে দিয়েছে, যা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

বিশ্বের অধিকাংশ দেশ ও জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব ও বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে। তবুও নেতানিয়াহু সরকারের এই আগ্রাসী অবস্থান অঞ্চলজুড়ে দ্বি-রাষ্ট্র সমাধানকে আরও অনিশ্চিত করে তুলছে বলে মত বিশ্লেষকদের।

বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছেই। প্রাণ হারিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। এই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে।

DR/FJ
আরও পড়ুন