ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৬ ইসরায়েলপন্থি সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ছয়জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানি সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ছয়জনই ‘ইহুদিবাদী-শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের’ সদস্য ছিলেন।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সন্ত্রাসীরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এরমধ্যে খোররামশাহরে একটি বোমা হামলার ঘটনাও রয়েছে। তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং বেসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণবিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে এবং এখন থেকে তা আইনে বলবৎ হবে।

হাদি তাহান নাজিফ জানান, দুটি আইনই আগে কিছু ‘সংবিধানগত ও ধর্মীয় (শরিয়া) অস্পষ্টতার কারণে সংশোধন করে পুনরায় সংসদে উপস্থাপন করা হয়েছিল। 

পর্যালোচনার পর গার্ডিয়ান কাউন্সিল জানায়, এসব আইনে শরিয়া বা সংবিধানের কোনো বিরোধ নেই।

নতুন ‘গুপ্তচরবৃত্তি আইনটি’ ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা, বা ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা ও শত্রু সরকারগুলোর সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান’ দিয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় আইনটি বেসামরিক ড্রোন ব্যবহারের জন্য একটি আইনি কাঠামো তৈরি করেছে, যেখানে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

NB/AHA
আরও পড়ুন