গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছে বলে জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির শীর্ষ নেতা খলিল আল-হায়া বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
ভিডিওবার্তায় খলিল আল-হায়া বলেন, গাজায় যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে। আমরা আমাদের ভাতৃপ্রতিম মধ্যস্থতাকারী এবং মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত হয়েছি।
তিনি আরও জানান, এখন থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইসলামিক সংস্থা, রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে হামাস।
এর আগে, ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার সময় তার পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।
ট্রাম্প জানান, গাজায় যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তার পরিকল্পনার কপি পাঠানো হয়েছে ইসরায়েল, হামাস, মিসর ও কাতারের কাছে। তিনি দাবি করেন, হামাস ব্যতীত বাকি পক্ষগুলো তার পরিকল্পনায় সম্মতি দিয়েছে।
পরে, ৩ অক্টোবর হামাসও প্রাথমিক সম্মতি জানায়। এর পরদিনই ট্রাম্প ইসরায়েলকে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান। ৬ অক্টোবর, মিসরের শারম আল-শেখে ইসরায়েল, হামাস, মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দু’দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকের ফলাফল অনুযায়ী, ৮ অক্টোবর রাতে ইসরায়েল ও হামাস ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক বাস্তবায়ন নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে। পরদিন, ৯ অক্টোবর, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
চুক্তির ধারাবাহিকতায়, ১০ অক্টোবর শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন এবং সেখানে ট্রাম্পের পরিকল্পনায় সরকারের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
ইসরায়েল সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে এবং তার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক সব ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে।
এই পরিস্থিতিতে হামাসের পক্ষ থেকে খলিল আল-হায়ার ভিডিওবার্তা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা গাজায় দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন
মারওয়ান বারঘুতিকে মুক্তি দেবে না ইসরায়েল
গাজায় পুষ্টিহীনতায় ভুগছে ৫৫ হাজার শিশু, ঝুঁকিতে ১২ হাজার