আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জন নিহত এবং ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি হয় হিন্দুক কুষ পর্বতমালার খোলম অঞ্চলে, যা মাজার-ই-শরীফ শহরের কাছাকাছি অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে।
ভূমিকম্পের সময় অনেক মানুষ মাঝরাতে ঘর ছেড়ে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। এতে পবিত্র মাজার-ই-শরীফের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিভিন্ন স্থানে ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে পড়েছেন। রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে, তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার আরেকটি ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান, যা দেশটির ইতিহাসে অন্যতম মারাত্মক ভূমিকম্প হিসেবে বিবেচিত।
এছাড়া ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত এবং ৬৩ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।
উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। তাই দেশটিতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান
ক্ষুধা-শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা