ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সফল পরীক্ষামূলক উড্ডয়নের মধ্য দিয়ে দুবাইয়ে প্রথমবারের মতো আকাশপথে উড়েছে যাত্রীবাহী এয়ার ট্যাক্সি। চারজন যাত্রী বহনে সক্ষম এই ট্যাক্সিটি আগামী বছর নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে।
দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ট্যাক্সি ওড়ানোর বিষয়টি ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমকে জানিয়েছে। তিনি প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক জবি এভিয়েশনের সহযোগিতায় নির্মিত এই বিমান ট্যাক্সটি মারঘাম থেকে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (আল মাকতুম বিমানবন্দর) পর্যন্ত উড়ে যায়। পরিবেশবান্ধব ও শব্দহীন এই এয়ার ট্যাক্সিটি চারজন যাত্রী বহন করতে পারে। সর্বোচ্চ ৩২০ কিমি/ঘণ্টা বেগে উড়তে পারবে এবং ১৬০ কিমি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ট্যাক্সিটি চলবে বিদ্যুতে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ধাপে শহরাঞ্চলে ট্রায়াল ফ্লাইট পরিচালনা করা হবে। এরপর আগামী বছর জনসাধারণের জন্য সেবাটি চালু হবে। স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইতোমধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রথম এয়ার ট্যাক্সি ভার্টিপোর্ট নির্মাণ করছে। যেখানে দুটি অবতরণ প্যাড ও আধুনিক যাত্রী সুবিধা থাকবে।

ক্রাউন প্রিন্স শেখ হামদান বলেন, ‘এই উদ্ভাবনগুলোর লক্ষ্য হলো পরিবহন নেটওয়ার্ককে একীভূত করা। যাতে দুবাই আরও পথচারী ও সাইকেলবান্ধব শহরে পরিণত হয় এবং শহরজীবনের মান উন্নত হয়।’
শুধু এই এয়ার ট্যাক্সিই নয়, ক্রাউন প্রিন্সকে আরও বেশ কিছু প্রকল্পে সম্পর্কে জানানো হয়েছে। এরমাঝে রয়েছে, দুবাই মেট্রোর ব্লু লাইন সম্প্রসারণ, যা ২০২৯ সালের মধ্যে নেটওয়ার্ককে ১৩১ কিমি পর্যন্ত বিস্তৃত করবে, ২২৬ কিমি নতুন রাস্তা, ১১৫টি সেতু ও সুড়ঙ্গ এবং ১১টি প্রধান করিডর। এছাড়া দেশটি শহরজুড়ে হাজার হাজার কিলোমিটার হাঁটার পথ নির্মাণের পরিকল্পনা কষছে। এসব কিছু তৈরি হলে শহরটিতে চলাচল ব্যবস্থা আরও উন্নত হবে।
যুক্তরাষ্ট্রে আটক ৬ শতাধিক অভিবাসীকে মুক্তির নির্দেশ
সরকারি অচলাবস্থা অবসান বিলে ট্রাম্পের স্বাক্ষর