ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুক্তরাষ্ট্রের পদক্ষেপে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১২:২৭ পিএম

২০২৬ সাল থেকে টমাহক ক্রুজ, স্ট্যান্ডার্ড মিসাইল বা এসএম-৬ ও হাইপারসনিকের মতো যে ভারি ক্ষেপণাস্ত্র জার্মানিতে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র তা স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজও। তিন দিনব্যাপী ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের শেষ দিন এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 
রাশিয়া সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে স্নায়ুযুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফিরে আসতে পারে।

বৃহস্পতিবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্র ও জার্মানি এক যৌথ বিবৃতিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নের ঘোষণাটি দেয়। যুক্তরাষ্ট্র যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নের পদক্ষেপ নিয়েছে তা ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে যুক্তরাষ্ট্রের যেসব ক্ষেপণাস্ত্র আছে সেগুলোর চেয়ে এসবের পাল্লা অনেক বেশি।

১৯৮৮ সালে এ ধরনের ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল তা পাঁচ বছর আগেই বাতিল হয়েছে। এখন নতুন করে আবার দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়নের সিদ্ধান্তে ক্রুদ্ধ রাশিয়া।

‘নতুন হুমকিকে সামরিকভাবে মোকাবিলা’ করা হবে জানিয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ‘এটা ধারাবাহিক উসকানির একটি যোগসূত্র মাত্র।’ ন্যাটো ও যুক্তরাষ্ট্র রাশিয়াকে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেন এই রুশ মন্ত্রী। 

এদিকে ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই মন্তব্য করেন। সূত্র: আল-জাজিরা

HK/FI
আরও পড়ুন