ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফোন করে নেতানিয়াহুকে অটল সমর্থন জানালেন বাইডেন

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ এএম

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে ইসরাইলের প্রতি অটল সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোনালাপে এই প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী, বুধবার (৯ অক্টোবর) এই দুই নেতার মধ্যে ৩০ মিনিট কথা হয়েছে। গত আগস্টের পর থেকে তাদের মধ্যে প্রথম প্রকাশিত ফোনালাপ এটি।

এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের বিরুদ্ধে বদলা নিতে ইসরায়েলি সীমাবদ্ধতাগুলোকে তুলে ধরার ক্ষেত্রে তারা এই ফোনকলকে কাজে লাগাতে চান। মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করতে চায় যে ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা যেন অনুপাতহীন না হয়।

অ্যাক্সিওস এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই ফোনালাপে যোগ দেন। তিনি আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তার প্রতি তার অটুট প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। তিনি ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করেছেন।

এমন এক সময়ে বাইডেন-নেতানিয়াহু ফোনালাপ করলেন যথন ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার কথা বিবেচনা করছে। গত সপ্তাহে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা এখন চরমে।

জাঁ-পিয়েরে বলেন, বাইডেন ও নেতানিয়াহু ইরানের সঙ্গে সংঘাত নিয়ে আলোচনা করেছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

SM/FI
আরও পড়ুন